• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিএনপি-জামায়াতের ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪০ এএম;
বিএনপি-জামায়াতের ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু 
বিএনপি-জামায়াতের ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু 

সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় আজ বুধবার ভোর থেকে বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।.

গত ৬ নভেম্বর বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।.

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে।  .

এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।  .

অপরদিকে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি এবং মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ৬ নভেম্বর এক বিবৃতিতে এ ঘোষণা দেন।.

.

ডে-নাইট-নিউজ / ডে-নাইট ডেস্ক:

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ